কলকাতা: রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিই সরকারের প্রধান লক্ষ্য বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। মঙ্গলবার নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেই বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। আগামিদিনে এর মাধ্যমে রাজ্যে ১ কোটি ৩০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। গত বছর বিজিবিএসের মঞ্চে তিনি ঘোষণা করেছিলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অন্তত ৩০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে।
বিরোধীরা অবশ্য মুখ্যমন্ত্রীর এই দাবিকে আষাঢ়ে গল্প বলে কটাক্ষ করেছে। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (BJP Spokesperson Shamik Bhattacharya) বলেন, বছর বছর মুখ্যমন্ত্রী কর্মসংস্থান ও শিল্পে বিনিয়োগের গল্প শোনান। তিনি জানান, এখন পর্যন্ত রাজ্যে বাস্তবে কত বিনিয়োগ হয়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, প্রতি বছর মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের নামে কুমির ছানা দেখান। রাজ্যে বড়, ছোট, মাঝারি কোনও শিল্পই নেই। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি শিল্পে বিনিয়োগের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Business Summit)। এদিন মমতা জানান, গোটা দেশের মধ্যে বাংলা অন্যতম ইকোনমিক পাওয়ার হাউস৷ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৩৫টি দেশ অংশ নিয়েছে৷ পার্টনার দেশ হিসেবে অংশ নিয়েছে ১৭টি দেশ৷ তার মধ্যে রয়েছে ব্রিটেন, জার্মানি, জাপান, মালয়েশিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়ার প্রভৃতি।
আরও পড়ুন: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়
এদিন মমতা দাবি করেন, রাজ্যে ৯ লক্ষ ক্ষুদ্র-মাঝারি শিল্পে প্রায় ১ কোটি ৩০ লক্ষের কর্মসংস্থান সুযোগ রয়েছে। বর্তমান বাংলা এখন স্টিল এবং সিমেন্ট শিল্পের হাব। এছাড়াও রাজ্যে বিনিয়োগের রাস্তা আরও সুদীর্ঘ করতে ৪টি ইন্ডাস্ট্রিয়াল-ইকোনমিক করিডর তৈরি করা হচ্ছে।
এদিন তিনি বলেন, আমরা অনেক কিছুতে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে রয়েছি।। ক্ষুদ্র ও ছোট শিল্পে এক নম্বরে আছি। মহিলাদের ক্ষমতায়নে অনেক এগিয়ে রয়েছি। প্রতি মাসে বাংলার মেয়েরা ৫০০ টাকা করে পকেটমানি পান। সরকারি হাসপাতালে আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিই। বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার কার্ড দেওয়া হয়েছে। এই রাজ্যে কোনও সাম্প্রদায়িকতা নেই, নেই কোনও ভেদাভেদ। ছেলে মেয়েদের উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে। মমতা দেশ-বিদেশের শিল্প মহলের উদ্দেশে বলেন, কেউ কেউ হিংসার কথা তুলে রাজ্যের বদনাম করতে চায়। আমরা আপনাদের বলছি, বাংলা অনেক এগিয়ে। এখানে কোনও ভেদাভেদ নেই। আসুন, এখানে নিশ্চিন্তে বিনিয়োগ করুন।
আরও অন্য খবর দেখুন