কলকাতা: মানিকতলা বিধানসভার উপনির্বাচনে ৮৯ টি বুথে পুনঃ নির্বাচনের দাবি বিজেপির। বিজেপির অভিযোগ, মানিক তলায় বহিরাগতরা ভয়ের পরিবেশ তৈরি করেছে। ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা থাকে। অথচ বুথকে ঘিরে বহিরাগতদের ভিড় বলে দাবি করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
আমাদের আরও অভিযোগ, বিজেপির এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে। ৮০ শতাংশ বুথে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গেরুয়া শিবির।