কলকাতা: আরজি কর আন্দোলনের মাঝেই ৪৩ জন চিকিৎসককে বদলির নির্দেশ জারি রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের। শুক্রবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি বিধি মেনে এই বিজ্ঞপ্তিতে রাজ্যপালের ইচ্ছায় দায়িত্ব দেওয়ার বার্তা রয়েছে।
এই নির্দেশকে বিরোধিতা করেছে বিজেপি। তাদের অভিযোগ, ওই চিকিৎসকেরা আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। সে কারণেই রাজ্য সরকারের এই পদক্ষেপ। অন্য দিকে, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য শনিবার বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তাই আমার কিছুই বলার নেই।
আরও পড়ুন: 3D মেশিন নিয়ে আরজি করে সিবিআই
এদিকে চিকিৎসক সংগঠন ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বদলির প্রতিবাদ করা হয়েছে। এক্স হ্য়ান্ডেলে একটি পোস্টে করে লেখা হয়েছে, বাংলার রাজ্যপাল আমাদের প্রতিবাদ সমর্থনকারী সদস্যদের অন্যায় ভাবে বদলি করেছেন। এই শাস্তিমূলক পদক্ষেপ কিন্তু ন্যায়বিচার ও নিরাপত্তার জন্য আমাদের দাবি স্তব্ধ করতে পারবে না।
দেখুন আরও অন্যান্য খবর: