Tuesday, July 8, 2025
HomeCurrent NewsBJP Inner Clash: বিজেপি বাঁচাতে রাজ্য দফতরে বিক্ষোভ দলীয় কর্মী-সমর্থকদের

BJP Inner Clash: বিজেপি বাঁচাতে রাজ্য দফতরে বিক্ষোভ দলীয় কর্মী-সমর্থকদের

Follow Us :

কলকাতা: বিজেপিকে বাঁচানোর দাবিতে দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভ মুরলীধর সেন লেনে রাজ্য দফতরে। বৃহস্পতিবার বিভিন্ন জেলায় শ’খানেক কর্মী-সমর্থক হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে মিছিল করেন। সেই মিছিল বিজেপির রাজ্য দফতরের সামনে আসে। সেখানেই বিক্ষোভ। বিক্ষোভকারীদের বক্তব্য, ২০১৯ সালে রাজ্যে বিজেপির ভালো ফলের জন্য যাঁরা লড়াই করেছিলেন, তাঁরা এখন ব্রাত্য। আদি বিজেপিদের যথাযোগ্য মর্যাদার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাতে এসেছেন।

বিক্ষোভকারীদের হাতে ধরা ফেস্টুনে লেখা ছিল ২০১৯-এর জয়ের কারিগররা আজ রাজ্য স্তরে উপেক্ষিত কেন। বাংলা তাদের সামনের নেতৃত্বে দেকতে চায়। ফেস্টুনে নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জে পি নাড্ডার ছবি রয়েছে। সেখানে রাজ্য বিজেপির কোনও পদাধিকারীর ছবি স্থান পায়নি।

বিক্ষোভকারীদের তরফে বলা হয়, গত লোকসভা ভোটে জেলায় জেলায় যেসব নেতা কর্মী রক্তঘাম পায়ে ফেলে কাজ করেছিলেন, বিজেপিকে ১৮টি আসন পাইয়ে দিয়েছিলেন, দলে আজ তাদের কোনও স্থান নেই। তৃণমূলের অত্যাচারে এখনও গ্রামেগঞ্জে হাজার হাজার দলীয় সমর্থক ও কর্মী এলাকাছাড়া। ভোট পরবর্তী হিংসায় দলের নেতৃত্ব মামলা করেই খালাস। আর সিবিআই তাদের তদন্ত চালিয়েই যাচ্ছে। কবে সে তদন্ত শেষ হবে কেউ জানে না।

আরও পড়ুন: Exodus of Kashmiri Pandits: জঙ্গি-আতঙ্কে দলে দলে কাশ্মীর ছাড়ছেন হিন্দু ও পণ্ডিতরা

রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের তীব্র সমালোচনা করে বিক্ষোভকারীরা বলেন, নেতারা শুধু ভাষণ দিয়েই খালাস। জেলায় জেলায় তাঁরা অত্যাচারিত কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ান না। রাজ্য নেতৃত্ব ঠান্ডা ঘরে বসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কেবল ভার্চুয়াল বৈঠক করে। ২০১৯ সালে আমরা যে পরিমাণ ভোট পেয়েছি, এখন সেই ভোট অনেক কমে গিয়েছে। তৃণমূলের ভয়ে কর্মী-সমর্থকরা রাস্তায়ও বেরোতে চাইছেন না। তার জন্যই বিজেপি বাঁচানোর দাবিতে আমরা আজ রাস্তায় নেমেছি।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39