কলকাতা: আরজি করের ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে সিঁথি এলাকায় একটি কর্মসূচির আয়োজন করেছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং প্রাক্তনীরা। অভিযোগ, সেখানে এক সিভিক ভলান্টিয়ারের মত্ত অবস্থায় বাইক নিয়ে তাঁদের ব্যারিকেডে ধাক্কা মারেন। তাঁর বিরুদ্ধে পদক্ষেপ না করেই ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পড়ুয়াদের। এরপর ঘটনাস্থলে কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্টকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। সকাল পর্যন্ত ওই সার্জেন্টকে আটকে রাখা হয়েছিল রাস্তায়। রাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এই সিভিক ভলান্টিয়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন রবীন্দ্রভারতীর পড়ুয়ারা।
এই ঘটনায় কর্তব্যরত ওই ট্রাফিক সার্জেন্ট ও সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআরের দাবি করেন পড়ুয়ারা। এই দাবিকে সামনে রেখে শনিবার ভোর ৪টে থেকে বিটি রোড অবরোধ করেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে এফআইআরের কপি হাতে পাওয়ার পর অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। প্রায় সাড়ে চার ঘণ্টা পর অবশেষে অবরোধ ওঠে।
আরও পড়ুন: মমতার দ্বিতীয় চিঠির জবাব কেন্দ্রের
দেখুন আরও অন্যান্য খবর: