কলকাতা: ১৫ অগাস্ট রাতে যখন আরজি কর (RG Kar Medical College) কাণ্ডে পথে নেমেছিলেন প্রতিবাদীরা, সেই সময় বড় সংখ্যায় হাসপাতালে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। এমার্জেন্সি বিভাগ, ধর্না মঞ্চ সহ একাধিক জায়গায় ভাঙচুর চালায় তারা। সেই ঘটনায় নতুন করে মামলার শুনানি হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এই মামলায় পুলিশ প্রশাসন এবং হাসপাতালের দায়িত্বে থাকা আধিকারিকের থেকে হলফনামা চাইল হাইকোর্টে। আগামী বুধবারের মধ্যে দিতে হবে এই হলফনামা, বুধবারই পরবর্তী শুনানি।
এদিকে পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandeep Ghosh)। তাঁর আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, নিরাপত্তা চেয়ে মামলা দায়ের করার আবেদন জানাচ্ছি। আদালতের নির্দেশ মতো সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে, তাতে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু তার আগে কেন্দ্র বা রাজ্য যেরকমই হোক নিরাপত্তার ব্যবস্থা করা হোক।
আরও পড়ুন: কলকাতা স্বাভাবিক, বনধের বিক্ষিপ্ত প্রভাব পড়ল জেলায়
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (Chief Justice TS Shivagnanam) এবং বিচারপতি হীরন্ময় ভট্টাচার্য (Justice Hiranmany Bhattacharya) ডিভিশন বেঞ্চ বলে, আপনি তো প্রভাবশালী ব্যক্তি, আপনার সঙ্গে রাজ্য রয়েছে, আবার নিরাপত্তা কেন দরকার। বাড়িতে থাকুন, শান্তিতে থাকুন, না হলে বলুন, বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দিচ্ছি।
সন্দীপ ঘোষের থেকেও হাইকোর্ট আরও বেশি ভর্ৎসনা করে আরজি কর আধিকারিক এবং কলকাতা পুলিশকে। রাজ্যের পক্ষে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১৫ অগাস্ট রাত ১২.৩০ নাগাদ বড় সংখ্যায় দুষ্কৃতীরা হাসপাতালে প্রবেশ করে। হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক পুলিশ আধিকারিক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। প্রায় সাত হাজার লোক জড়ো হয়েছিল। সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে। এ কথায় প্রধান বিচারপতি বলেন, ৭ হাজারের বেশি লোক জড়ো হয়েছিল, অথচ পুলিশের ইনটেলিজেন্সের কাছে কোনও খবর ছিল না? এটা বিশ্বাসযোগ্য নয়।
রাজ্যের আইনজীবী বলেছিলেন, হাসপাতালের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তাতে প্রধান বিচারপতি, আপনি তাহলে হলফনামা দিন এই মর্মে যে কিছু হয়নি। কিসের তাড়া ছিল ভাঙচুর করার? আমরা হাসপাতালের সমস্ত রোগীদের অন্য কোনও হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দিচ্ছি। হাসপাতাল বন্ধ করে দিন সেটাই ভালো হবে। আপনি হলফনামা দিয়ে বলুন তাহলে যে কোথাও কিছু হয়নি। সব ঠিক আছে।
দেখুন অন্য খবর: