কলকাতা: সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে মীমাংসার নামে অর্থ দাবির অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। তা নিয়ে তুমুল বিষোদগার করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh)। এমনকী এ নিয়ে খোদ কলকাতা পুলিশের কমিশনারকেও জিজ্ঞাসাবাদ করার কথা বললেন তিনি। এই ঘটনায় অভিযুক্ত হয়েছেন মধুসূদন বাগে নামে বাগুইআটি থানার এক পুলিশ আধিকারিক।
তুমুল বিরক্ত বিচারপতির প্রশ্ন, পুলিশ কী করতে চাইছে? ৪১-এ নোটিস দেওয়ার আগে বিএনএসএস-এ ৩৫-এ ধারায় নোটিস দিচ্ছে! কিসের জন্য? এই পুলিশকে এনেছে কোথা থেকে? এই সব শিখেছে কোত্থেকে? তদন্তের আগেই মুচলেকা দেওয়াচ্ছে? পুলিশ কি এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট বন্ড নিচ্ছে? একটা কমিশনারেট এইভাবে কাজ করছে! এবার কমিশনারকে জিজ্ঞেস করব কী করে এমন হচ্ছে? এটা একটা কালচার হয়ে যাচ্ছে দেখছি। সিপিকে নির্দেশ দেব এই ৩৫এ নোটিসের ফরম্যাট পরিবর্তন করতে।
আরও পড়ুন: কেমন থাকবে কদিনের আবহাওয়া? জেনে নিন বিস্তারিত
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, মধুসূদন বাগ নামে এক পুলিশ অফিসার ৩৫-এ নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছে। সিপিকে এটা বিচার করতে হবে এই নোটিস এই অভিযোগের ভিত্তিতে দেওয়া যায় কি না। তারপরে এই ফর্ম্যাট বদল করতে হবে। পদস্থ অফিসারদের নজর রাখতে হবে এমন অভিযোগের ক্ষেত্রে থানা এইভাবে নাক গলিয়ে একপক্ষের হয়ে কাজ করতে না পারে। সিপিকে থানাগুলো যাতে এইসব ফরম্যাট বদল করে সেটা দেখতে হবে।
কোনও অভিযুক্তের থেকে কোনও তথ্য বা নথি চাইলে তাকে ডাকার একটা পদ্ধতি আছে। আগামী দিনে থানাগুলি যাতে সেই পদ্ধতি মানে, সিনিয়র অফিসারদের সেই বিষয়টি দেখার জন্য সতর্ক করল কলকাতা হাইকোর্ট।
দেখুন অন্য খবর: