কলকাতা: নাবালিকার (Minor Girl) শ্লীলতাহানির অভিযোগে নিম্ন আদালতের রায় খারিজ করে এক যুবককে বেকসুর খালাস করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৬ সালে এক নাবালিকার শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগে মামলা দায়ের হয়। ২০২২ সালে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল ও ৫০০০ টাকা আর্থিক জরিমানার নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত যুবক। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল আদালতে। সেই মামলায় সাজাপ্রাপ্ত অভিযুক্তকে বেকসুর খালাস করল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন:Jalpaiguri TMC | কু-প্রস্তাবের অভিযোগে তৃণমূল থেকে অপসারিত মালের ব্লক সভাপতি
মামলা চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, নাবালিকার বয়ান এবং তার বাবা-মায়ের বয়ানের মধ্যে পার্থক্য রয়েছে। বিচারপতি আরও জানান, ঘটনার পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নাবালিকা ও তার পরিবার সম্মতি দেয়নি। সবদিক খতিয়ে দেখার পর অভিযুক্ত যুবককে বেকসুর খালাস করে আদালত।