কলকাতা: আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় বিজেপিকে সভা (BJP meeting at Dharmatala) করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) নির্দেশ দেন, চিত্তরঞ্জন অ্যাভিনিউ এবং বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থলে সভা করতে পারবে বিজেপি। পুলিশের কোনও শর্ত থাকলে পরবর্তী শুনানিতে তা তারা আদালতে জানাতে পারবে। আগামী বুধবার পরবর্তী শুনানি।
ধর্ম তলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সভা। বিজেপির এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রথমে ২৮ নভেম্বর করতে চেয়ে আবেদন। কিন্তু ১৫ দিনের আগে না আবেদন করার যুক্তিতে পুলিশ আপত্তি করে। পরে ২৯ নভেম্বর সভা করতে চেয়ে নতুন আবেদন। কিন্তু কোনও কারণ না দেখিয়ে সেই আবেদনও বাতিল করে পুলিশ। দ্বিতীয় বাতিলপত্রে বয়ান একইরকম।
আরও পড়ুন: লাইসেন্স, রেজিস্ট্রি ছাড়া চলবে না কোনও ঘোড়ার গাড়ি
এরই প্রেক্ষিতে এদিন মামলার শুনানিতেই পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতি মান্থা বলেন, আমি অবাক হচ্ছি আপনাদের আপত্তি জানানো দুটি চিঠির বয়ান দেখে। এটা তো স্বাধীন রাষ্ট্র। এখানে তো সবার এমন সভা করার অধিকার আছে। দুটো অনুমোদন বাতিলের চিঠি দিয়েছে পুলিশ। একটাতেও আপত্তির কারণ লেখা পর্যন্ত নেই। খুব বিস্মিত হচ্ছি পুলিশের এমন জবাবে। কি শর্ত দেবে সেটা পুলিশ ঠিক করুক। কিন্তু অনুমতি দিতে হবে পুলিশকে।
রাজ্যের আইনজীবী জানান, ওইগুলো কম্পিউটার জেনারেটেট জবাব। বিচারপতি জানান, আবেদন করা হলে তাতে নির্দিষ্ট কারণ দেখানোর কথা। কেনো যান্ত্রিক জবাব! সকলের প্রতি সমান মনোভাব দেখানোর চেষ্টা করুক পুলিশ। আগামী বৃহস্পতিবার বেলা তিনটে পরের শুনানি।
আরও অন্য খবর দেখুন