Friday, July 18, 2025
HomeকলকাতাCalcutta University: অনলাইন পরীক্ষায় বেড়েছে পাশ, ভর্তি হতে না পেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

Calcutta University: অনলাইন পরীক্ষায় বেড়েছে পাশ, ভর্তি হতে না পেরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ

Follow Us :

কলকাতা: স্নাতকোত্তর (Post Graduate) কোর্সে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) কলেজস্ট্রিট ক্যাম্পাসে (College street campus) ছাত্রছাত্রীদের বিক্ষোভ। উপাচার্যের গাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী। ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তি।

করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল, কলেজ। অনলাইনেই চলছে পড়াশোনা। এই পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০২০-এর স্নাতক স্তরের পাশের হার বেড়েছে। অতিরিক্ত পাশের হার থাকায় ভালো নম্বর পাওয়ার পরেও স্নাতকোত্তর কোর্সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না ছাত্রছাত্রীরা।

এরই প্রতিবাদে সোমবার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের দিন স্নাতক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা পথে নামেন। স্নাতকোত্তর কোর্সগুলোতে আসন সংখ্যা বাড়ানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। তাঁরা কথা বলতে চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে। প্রথমে তাঁদেরকে বলা হয়, দু’জন প্রতিনিধির সঙ্গে কতৃপক্ষ কথা বলবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিক্ষোভ

আরও পড়ুন- Alipur Zoo: চিড়িয়াখানায় ধুন্ধুমার, ইউনিয়ন দখল নিয়ে বিজেপি-তৃণমূলের সংঘর্ষ

কিন্তু পরে পুলিশ বাহিনী এসে ছাত্রছাত্রীদের জোরপূর্বক সেখান থেকে সরানোর চেষ্টা করে। পুলিস এবং ছাত্রছাত্রীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিস উপাচার্যকে বিশ্ববিদ্যালয় থেকে বেরাতে সাহায্য করে। তখন ছাত্রিছাত্রীরা উপাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর পুলিস ছাত্রছাত্রীদের তুলে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিস বিনা প্ররোচনায় অসভ্যের মতো ব্যবহার করেছে।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39