Friday, July 18, 2025
HomeScrollCattle Smuggling Case: গরু পাচার-কাণ্ডে ফের গ্রেফতার এনামুল হক

Cattle Smuggling Case: গরু পাচার-কাণ্ডে ফের গ্রেফতার এনামুল হক

Follow Us :

কলকাতা: কয়লা ও গরু পাচার-কাণ্ডে (Cattle Smuggling Case) ফের গ্রেফতার করা হল এনামুল হককে। দিল্লিতে ইডির(ED) সদর দফতরে দীর্ঘ জেরার পর শুক্রবার গ্রেফতার করা হয় এনামুলকে (Enamul Haque)। শনিবারই তাঁকে দিল্লির রাউজ অ্যাভিনিউ জেলা আদালতে তোলা হবে। ইডি এনামুলকে নিজেদের হেফাজতে চাইতে পারে বলে সূত্রের খবর।

এর আগে ২০২০ সালে এনামুলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে অবশ্য জামিনে ছাড়া পান। গরু ও কয়লা পাচার-কাণ্ডে অনেকদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। তদন্তে নেমে কয়লা ও গরু পাচারের এই চক্রে অনেক প্রভাবশালী জড়িত বলে জানতে পারে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা। আরও অভিযোগ, বাংলা সিনেমাতেও এনামুল কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। সেই সূত্রেই টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি এবং সিবিআই। দিন কয়েক আগেই প্রায় টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে।

আরও পড়ুন: Sonarpur Death: সোনারপুরে বন্ধ ঘরে মা-ছেলের দেহ উদ্ধার

গরু পাচার-চক্রে নাম জড়িয়েছে বিএসএফের বেশ কয়েকজন অফিসারেরও। দুএকজনকে গ্রেফতারও করেছে ইডি কিংবা সিবিআই। বিরোধীদের অভিযোগ, এনামুলের সঙ্গে রাজ্যের শাসকদলের একাধিক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ওই নেতাদের টাকাও গরু পাচারে খাটানো হয়। যদিও তৃণমূল নেতৃত্ব তা মানতে নারাজ।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39