কলকাতা: আরজি কর কাণ্ডে এবার তিনজনকে তলব সিবিআইয়ের। সূত্রের খবর, বৃহস্পতিবার আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, চেষ্ট মেডিসিনের এইচওডি এবং এমএসভিপিকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। সবিআই সূত্রে খবর, ইতিমধ্যে তাঁরা কলকাতার সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন। তলব করার তালিকা আরও দীর্ঘ রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এদিকে ধৃত সঞ্জয়ের কল রেকর্ড ও টাওয়ার লোকেশন খতিয়ে দেখছেন তদন্তাকারীরা। ঘটনার দিন রাতে আগে ও পরে সঞ্জয় কোথায় ছিল, কার সঙ্গে কতক্ষণ ফোনে কথা বলেছে, সবই খতিয়ে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।
আরজি কর (RG Kar Hospital) কাণ্ডে নিহত চিকিৎসকের (Doctor) বাড়িতে গেল সিবিআই (CBI)। বৃহস্পতিবার দুপুরে সোদপুরে ওই চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। উল্লেখ্য, মঙ্গলবার সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। বুধবার সকালে কলকাতা পুলিশের হাতে ধৃত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন সিবিআই আধিকারিকরা। এদিকে গত আট অগাস্ট রাতের ওই ঘটনার তদন্তে সিবিআই আরও তিনজনকে তলব করেছে বলে জানা গিয়েছে। ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে যাঁরা ডিউটিতে ছিলেন ইতিমধ্যে তাঁদের সঙ্গে কথা বলেছে সিবিআই।
আরও পড়ুন: আরজি করের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৯
অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে আরজি করে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি পৌঁছতেই আন্দোলনকারী পড়ুয়া, চিকিৎসকেরা আমরা বিচার চাই বলে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। আন্দোলনকারীরা রাজ্যপালকে বুধবার রাতের তাণ্ডবের কথা বলেন। রাজ্যপালকে সামনে পেয়ে আন্দোলনকারীরা অভিযোগ করেন, কলকাতা পুলিশের উপস্থিতিতে গতকাল দুষ্কৃতী হামলা চালানো হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জরুরি বিভাগ। আন্দোলনের মনোবলকে গুঁড়িয়ে দিতেই এই দুষ্কৃতী হামলা বলে অভিযোগ করেন আন্দোলনকারী চিকিৎসকেরা
দেখুন আরও অন্যান্য খবর: