কলকাতা: শহরে এসে পৌঁছল সিবিআইয়ের টিম। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ সিবিআইয়ের বিশেষ ফরেন্সিক দল সহ উচ্চপদস্থ আধিকারিকেরা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয়।
মঙ্গলবারই আরজি কর-কাণ্ডে গোটা তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় হাইকোর্ট। এরপরেই কাল রাতেই কেস ডায়েরি সিবিআইয়ের হাতে হস্তান্তর করে কলকাতা পুলিশ। এরপরে গোটা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিবিআইয়ের একটি বড় দল ফরেন্সিক বিশেষজ্ঞ সহ তারা শহরে এসে পৌঁছল।
আজ সিবিআই কী কী করবে?
সূত্রের খবর,
১) আজই এই মামলায় এক মাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নেবে। তার আগে হেফাজতে নেওয়ার অনুমতি নিতে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করবে।
২) আজই আরজি কর হাসপাতালে যেতে পারে সিবিআই। সঙ্গে থাকবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।