কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ি (Sayan Lahiri)-কে শনিবার ২টোর মধ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচাারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। লালবাজার সূত্রে খবর, এবার সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে কলকাতা পুলিশ (Kolkata Police)। সূত্রের খবর, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাওয়ার সম্ভবনা রয়েছে লালবাজারের। শুক্রবারই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, আজ দুপুর ২টোর মধ্যে সায়নকে ছেড়ে দিতে হবে। তাঁর বিরুদ্ধে কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলেও নির্দেশ বিচারপতি সিনহা। সূত্রের খবর, এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুলিশ।
শুক্রবার সায়নের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে করা মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। শুনানিতে তাঁর গ্রেফতারি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি সিনহা। পরে তিনি তাঁর নির্দেশে সায়নকে মুক্তি দেওয়ার কথা বলেন।
আরও পড়ুন: ছাত্র সমাজের নেতা সায়নকে ছাড়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
পাশাপাশি, বিচারপতি তাঁর নির্দেশে জানান, আদালতের অনুমতি ছাড়া আগামী দিনে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না সায়নের বিরুদ্ধে। শুধু এই মামলাতে নয়, অন্য কোনও মামলাতেও যদি তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর থাকে সেক্ষেত্রে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় হলফনামা দেবে রাজ্য।
দেখুন আরও অন্যান্য খবর: