কলকাতা: আরজি করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে চিঠি পাঠিয়ে বলা হয় সিআইএসএফকে জায়গা দিতে হবে। আমি ফিরহাদকে পাঠিয়ে ৩০ শয্যার ইন্দিরা হাসপাতাল ও কলকাতা পুরসভার একটি প্রাথমিক স্কুলের ব্যবস্থা করে দিলাম। এখন বলছে কমিউনিটি হলগুলিও দিতে হবে। তা-হলে যাঁদের জন্য কমিউনিটি হল করা হয়েছে, তাঁরা কী করেবন?
মমতা আরও বলেন, আরজি করের পাশে যদি আরও জায়গা লাগে, আমি মুখ্যসচিবকে বলব পাশে যে জায়গাটি পড়ে রয়েছে, সেখানে ব্যবস্থা করে দিন। ডেকরেটর ডেকে তক্তা, খাট পেতে দিন। শৌচালয় বানিয়ে দিন। কিন্তু যদি একটি ভিড় এলাকায় ২ ঘণ্টার মধ্যে জায়গা খুঁজে দিতে বলে, সেটা কী করে সম্ভব! মুখ্যমন্ত্রীর পরামর্শ, যদি ওই এলাকায় ব্যবস্থা করা না হয়, তা হলে বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারাকে তাঁদের থাকার ব্যবস্থা করা হোক। প্রয়োজনে বাসের ব্যবস্থা করা হোক।
আরও পড়ুন: প্রমাণ দিক কোথায় টাকার কথা বলা হয়েছে, নির্যাতিতার পরিবারকে চ্যালেঞ্জ মমতার
মুখ্যমন্ত্রী বলেন, দায়িত্ব তো কেন্দ্রকে নিতে হবে। সবটাই যদি রাজ্যের উপর চাপিয়ে দেওয়া হয় এবং বলা হয় আমরা কিছু দিইনি। তা ঠিক নয়। এটি মিথ্যা। আমরা তিনটি জায়গা দিয়েছি। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের চক্রান্ত রয়েছে। আমরা আদালত নিয়ে কোনও মন্তব্য করছি না। কিন্তু এর মধ্যে কেন্দ্রীয় সরকার ও কয়েকটি বাম দলের চক্রান্ত রয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: