কলকাতা: নবান্নে ফের বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। শুক্রবার রাজ্য়ে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিকেল পাঁচটায় সব জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক ডাকলেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে রাজ্য়ের হাসপাতালগুলির পরিষেবা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি বিভিন্ন জেলাগুলির ডেঙ্গি পরিস্থিতি নিয়েও আলোচনা হতচে পারে। এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য দফতরের উচ্চপর্যায়ের আধিকারিকদেরও।
উল্লেখ্য, জলপাইগুড়ি সহ কয়েকটি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া বাড়ছে। তা নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যসচিব। ডেঙ্গি মোকাবিলায় সরকারি হাসপাতালগুলিতে কী কী করণীয়, তা নিয়েও নির্দেশ দিতে পারে মুখ্যসচিব। ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের ডাকে কর্মবিরতি চলছে। সেই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলা কীভাবে সম্ভব, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: ফের বিপত্তি বউ বাজারে, মেট্রোর নির্মীয়মাণ সুড়ঙ্গে ঢুকল জল
দেখুন আরও অন্যান্য খবর: