কলকাতা: ডিভিসিকে কড়া বার্তা নবান্নের। সেচ দফতরের সঙ্গে কথা বলেই জল ছাড়তে হবে বলে নির্দেশ মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকার। শনিবার ডিভিসির চেয়ারম্যানকে মুখ্যসচিবের বার্তা ইচ্ছেমতো জল ছাড়া যাবে না। এদিন দুপুর ২টো থেকে নবান্নে জরুরী বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয় ডিভিসি-র চেয়ারম্যানকে। নবান্ন সূত্রে খবর, বৈঠকে উপস্থিত থেকে ডিভিসির চেয়ারম্যানকে এমনই বার্তা দিয়েছে রাজ্যের মুখ্যসচিব।
আজ সকালেই ডিভিসি জল ছেড়েছে একাধিক জলাধার থেকে। এর জেরে হুগলি, বীরভূম, মেদিনীপুরে একাধিক এলাকায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই ডিভিসির চেয়ারম্যানকে এই বার্তা দিয়েছে রাজ্যের মুখ্যসচিব বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন: বৃষ্টির জেরে বন্য়ার পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিলের নির্দেশ মুখ্যসচিবের
এদিকে আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে নবান্নের তরফে। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান এই চার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই এই চার জেলাতে বিশেষভাবে সতর্ক করা হল এদিনের বৈঠকে। নবান্ন সূত্রে খবর, একইসঙ্গে বৈঠকে আলিপুরদুয়ারের জেলাশাসককে এ বিষয়ে বার্তা দেন মুখ্যসচিব।
দেখুন আরও অন্যান্য খবর: