কলকাতায় তৈরি হল শিশুদের সেফ হোম। এই প্রথম। পাইকপাড়ার পুরসভার দু’নম্বর ওয়ার্ডে তৈরি হল এই নিভৃত আবাস। হরেকৃষ্ণ শেঠ লেনে আদতে মহিলাদের হস্টেলটিকে নতুন রূপ দেওয়া হল৷ ৬০ শয্যাবিশিষ্ট এই সেফ হোম তৈরি করলো কলকাতা পুরসভা। সেখানে শিশুর সঙ্গে তার মা’ও থাকতে পারবেন। যে শিশুদের মধ্যে মৃদু উপসর্গ থাকলে, তাদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা৷ সংক্রমণ বাড়লে বা অন্য চিকিৎসার দরকার হলেও সেই ব্যবস্থা করবে সেফ হোম কর্তৃপক্ষই৷ থাকবেন শিশু চিকিৎসকরা৷ এছাড়াও ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ্-এর সঙ্গে মিলিত ভাবে, কলকাতার অন্যান্য চিকিৎসকদের শিশু চিকিৎসার ব্যাপারে, বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করবে পুরসভা।
আরও পড়ুন : টালিগঞ্জে নতুন সেফ হোম
ইতিমধ্যে আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই তৃতীয় ঢেউয়ে শিশুদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশী বলেও দাবি করছেন বিজ্ঞানী মহল। তাই আগে থেকে সতর্ক পুর প্রশাসন।