কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করে পৌঁছেছে সিআইএসএফ। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষসহ পুলিশকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেন আধাসেনার আধিকারিকরা। সূত্রের খবর, সরকারি হাসপাতালের ১২ একর জমির উপরে অবস্থিত ৩৩টি বিল্ডিংকে ঘিরে তৈরি হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ব্লু-প্রিন্ট।
সুপ্রিম নির্দেশে যেখানে যেখানে সিআইএসএফ মোতায়েন করা হবে তা খতিয়ে দেখা হয়েছে আগেই। যেমন, হাসপাতালের মেন গেটে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকবে। আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে ২ কোম্পানির সিআইএসএফ। হাসপাতালে পুলিশ ফাঁড়ি এবং ব্যারাকও থাকবে কলকাতা পুলিশের। এছাড়া এমার্জেন্সি বিল্ডিং, ট্রমা কেয়ার, ওপিডি, প্রশাসনিক ভবনে থাকছে মেটাল ডিটেক্টর। আরজি করের সাতটি ছাত্রী নিবাস। দু’টি ছাত্র নিবাস-সহ নার্সিং হস্টেলে কেন্দ্রীয় বাহিনী থাকবে। তিন শিফটেই হাসপাতাল চত্বরে থাকবে কিউআরটি (QRT)। ওপিডি-এমার্জেন্সি বিল্ডিংয়ে প্রতি শিফটে নিরাপত্তায় ছ’জন জওয়ান মোতায়েন থাকবে।
আরও পড়ুন: ৫০ দিনের সময়সীমা, অভিষেকের মুখে ওয়েক আপ ইন্ডিয়া
দেখুন আরও অন্যান্য খবর: