কলকাতা: শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। দুর্যোগের রাতে নবান্নে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী। নবান্নের নিজের দফতর থেকেই পরিস্থিতির দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রী। নবান্নের হেল্পলাইন নম্বর (০৩৩) ২২১৪৩৫২৬। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, গুজবে কান দেবেন না। নদী ও উপকূলবর্তী এলাকার বাসিন্দারা সরকারি ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিন। জীবন খুব দামী, কেউ প্রাণের ঝুঁকি নেবেন না। ঝড় বৃষ্টির সময় কেউ বাইরে যাবেন না। নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলেছেন। তিনি বলেন, ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়লেও বাংলাতেও ঝড়ের যথেষ্ট প্রভাব পড়তে চলেছে।
আরও পড়ুন: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, বিশেষ সতর্কবার্তা হাওয়া অফিসের
সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। সকলকে সতর্ক থাকার জন্যও বলেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ল্যান্ডফল হবে না মানে যে ক্ষতি হবে না এটা ভাবার কোনও কারণ নেই। অনেকে বলছেন ধামরার দিকে যাবে। এদিকে কিছু হবে না। কিন্তু এটা ঠিক নয়। সাধারণ মানুষকে প্যানিক না করার পরামর্শ দিয়েছেন। নবান্ন থেকেই পুরো পরিস্থিতির উপরে নজর রাখবেন বলে জানিয়েছেন মমতা। তিনি আশ্বাস দিয়েছেন যে রাজ্য প্রশাসন অত্যন্ত সতর্ক আছে। নিচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ। মুখ্যমন্ত্রী জানান, নীচু এলাকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নীচু এলাকা থেকে ৩ লক্ষ ৫৬ হাজার ৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে। সম্মতি দিয়ে সরেছেন ১ লক্ষ ৫৯ হাজার ৩৩৭ জন। মোট ৮৫১টি শিবির খোলা হয়েছে। উপকূলবর্তী বিভিন্ন এলাকায় যে ফ্লাড সেন্টার আছে, সেগুলিতে মানুষকে সরিয়ে আনা হচ্ছে। আশপাশের স্কুলেও শিবির খোলা হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
দেখুন ভিডিও