কলকাতা: কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা তৈরি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে জানানো হয়। এ নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী একটি পোস্ট করে লেখেন, আমেরিকায় দাঁড়িয়ে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে মিলে প্রধানমন্ত্রী কলকাতায় ঐতিহাসিক আন্তর্জাতিক বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। এই আন্তর্জাতিক বিনিয়োগের সিদ্ধান্তের আবহে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত অবদান আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আমি সৌভাগ্যবান। সেমিকন্ডাক্টর সেক্টরে আমাদের রাজ্যে একটি বড় আমেরিকান বিনিয়োগ আসতে চলেছে।
আরও পড়ুন: সকাল থেকে শুরু বৃষ্টি, দুর্যোগ কতদিন চলবে?
পোস্টে রাজ্য সরকারের প্রচেষ্টাতেই এই বিনিয়োগ আসছে কলকাতায় বলে দাবি করেন মমতা। তিনি আরও লেখেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রচারের ফলেই কলকাতায় সেমিকন্ডাক্টর সেক্টরের গ্লোবাল কেপিবিলিটি সেন্টার খুলবে গ্লোবাল ফাউন্ড্রিজ। গতবছর থেকেই আমাদের আইটি দফতর এবং রাজ্য সরকারি সংস্থা বিভিন্ন সেমিকন্ডাক্টর সংস্থার কাছে গিয়েছে। কোভিডের পর থেকে বহু চিপ ডিজাইনিং এবং প্যাকেজিং সংস্থা বিভিন্ন ওয়েবেল আইটি পার্কে গিয়ে কাজ শুরু করেছে।
দেখুন আরও অন্যান্য খবর: