কলকাতা: প্রায় পাঁচ ঘণ্টা পর শেষ হল মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের বৈঠক। সোমবার প্রায় সাড়ে ৬টা থেকে ১২টা পর্যন্ত বৈঠক হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওঁদের পক্ষ থেকে ৪২ জন সই করেছেন। সরকারের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। আমরা অভিনন্দন জানিয়েছেন চিকিৎসকেরা এসেছেন বলে। আমরা খুশি, তাঁরাও খুশি। ওঁরা বক্তব্য রাখতে চেয়েছিলেন। সেই সুযোগ দিয়েছি। আমরাও আমাদের বক্তব্য রেখেছি।
ওঁদের পাঁচটা দাবি ছিল। আমরা বোঝালাম, যদি একটা বাড়ি যদি পুরো খালি করে দেওয়া হয় তাহলে প্রশাসনটা চালাবে কে? শেষ পর্যন্ত স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা, পুলিশ কমিশনার, ভিসি নর্থকে পরিবর্তন করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বুধবার বিকেল চারটের পর কলকাতা পুলিশের বদল আনা হবে। প্রত্যেকের যাতে নিরাপত্তা থাকে সে বিষয়ে সরকার ব্যবস্থা নেবে। নিরাপত্তার দায়বদ্ধতা উভয়তরফের। হাসপাতালের সিসিটিভি, রেস্ট রুম সহ বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হবে। এর জন্য ১০০ কোটি টাকা খরচ করা হবে।