কলকাতা: বিরোধী দলনেতাকে বলুন বিলে রাজ্যপালকে সই করতে। তার পরেই দেখবেন রুলস হয়ে গিয়েছে। তারপরের দায়িত্ব আমার। মঙ্গলবার রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে দ্বিতীয় দিনে অপরাজিতা বিল ২০২৪ পেশ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জবাব মুখ্যমন্ত্রীর। এদিন বিশেষ অধিবেশনে বিল পেশের আগে বক্তব্য রাখতে এক ঘণ্টা সময় দেওয়া হয় বিরোধীদেরও। বিরোধী দলনেতা শুভেন্দু অপরাজিতা বিল তাড়াহুড়ো করে কেন আনা হল, প্রশ্ন তোলেন। একইসঙ্গে বলেন, আমরা রেজাল্ট দেখতে চাই। অবিলম্বে কার্যকর করতে হবে এই বিল।
শুভেন্দু বলেন, সরকারের আনা এই বিলকে সমর্থন করছি। কিন্তু আপনারা এই বিল আনতে তাড়াহুড়ো করলেন কেন? আমরা চাইলে বলতে পারতাম সিলেক্ট কমিটিতে পাঠান। কিন্তু আমরা শাস্তি চাই। ভোটাভুটি চাইব না। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। কিন্তু এই বিল দ্রুত কার্যকর করতে হবে সরকার পক্ষকে। বিরোধী দলনেতার বক্তব্যের পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুভেন্দুর প্রশ্নের উত্তরে দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি বিরোধী দলনেতার সব প্রশ্নের উত্তর দেব। তবে আমি কারও জ্ঞান শুনবো না।
আরও পড়ুন: চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট
মমতা বলেন, আমাদের পুলিশ তদন্ত করছিল। যত দিন তদন্ত কলকাতা পুলিশের হাতে ছিল, আমি কোনও দায়িত্ব পালন করিনি, বলতে পারবেন না। ১২ তারিখ নির্যাতিতার বাড়িতে যাই। যা যা তদন্তে উঠে এসেছিল, সেই সব তাঁর মা- বাবার কাছে পাঠানো হয়। আমি তাঁদের সঙ্গে ফোনেও কথা বলেছি। রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। কিন্তু আদালত তার আগেই সেই তদন্তভার সিবিআইকে দিয়েছে। আমরা সিবিআইয়ের কাছে বিচার চাই।
দেখুন আরও অন্যান্য খবর: