কলকাতা: গত কয়েকদিনের বৃষ্টি ও তার মাঝে ডিভিসির জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবিত। ভয়াবহ পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। বুধবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চারদিনের সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, নিম্নচাপ ও বর্ষণের ফলে নদীগুলিতে জলস্থর বেড়েছে। ফলে বাংলার ঝাড়খণ্ড সীমান্তের পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে টানা তিনদিন জল ছাড়া শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ। পাশাপাশি দামোদর নদে জলস্তর বাড়ায় জল ছাড়া শুরু করল দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ। বুধবার সকাল ৮টা থেকে ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়ে ব্যারেজ কর্তৃপক্ষ। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি কর্তৃপক্ষ। মাইথন জলাধার থেকে ৪০ হাজার ও পাঞ্চেত জলধার থেকে ১ লক্ষ ৩০ হাজার কিউসেক জল ছাড়ে ডিভিসি। এর ফলে দামোদর নদের তীরবর্তি অঞ্চলগুলিতে বন্যা হওয়ার সম্ভাবনা আরও বাড়ল বলেই মনে করছে অনেকে। জল বাড়ছে হাওড়ার আমতা, উদয়নারায়নপুর এলাকা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পূর্ব মেদিনীপুর। এইসব এলাকা থেকে স্থানীয়দের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। বাড়ানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।
আরও পড়ুন: ফের জল ছাড়ল ডিভিসি, প্লাবনের আশঙ্কা