কলকাতা: আরজি কর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে বিতর্কিত প্রশ্ন তুলে সরব তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। কাঞ্চনের প্রশ্ন, বেতন নেবেন তো? শাসকদলের বিরোধিতা করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চাইছেন যে সরকারি চাকুরেরা, তাঁরা পুজোর বোনাস গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নও তুললেন উত্তরপাড়ার তারকা-বিধায়ক।
আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। রবিবারও একাধিক মিছিল হয়েছে কলকাতার বিভিন্ন রাজপথে। গতকাল একটি মিছিলে ছিলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। তখনই ওই আন্দোলন, মিছিলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। শুধু তাই নয়, আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে যে চিকিৎসকেরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন, তাঁদের উদ্দেশে এ নিয়ে কাঞ্চনকে সরাসরি সমর্থন বা বিরোধিতা করেনি তাঁর দল। তবে তৃণমূলের একাংশের মতে, যে মন্তব্য করেছেন তিনিই ব্যাখ্যাও দেবেন।
আরও পড়ুন: ফোঁস করে বিতর্কে, সাসপেন্ড অশোকনগরের তৃণমূল নেতা
দেখুন আরও অন্যান্য খবর: