কলকাতা: সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া নিয়ে যাতে কোনও অভিযোগ না হয় তা নিশ্চিত রাখতে হবে। বুধবার রাজ্য়ের সমস্ত জেলাশাসকদের নিয়ে বৈঠকে এমনই বললেন রাজ্যের মুখ্যসচিপ মনোজ পন্থ। এদিন ভার্চুয়াল বৈঠকে মুখ্যসচিব বলেন, মানুষের পাশে দাঁড়াতে হবে। যে কোনওরকম সমস্যায়, বিপদে পাশে দাঁড়াতে হবে। সব মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা, সেটা আরও নিখুঁতভাবে দেখতে হবে আপনাদের জানিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।
পাশাপাশি জল জীবন মিশনের কাজ নিয়েও এদিন মূল্যায়ন করেন মুখ্যসচিব। পানীয় জল পরীক্ষা করার উপর আরও বেশি জোর দিতে হবে।
আরও পড়ুন: বাংলার মতো বিল চাই মহারাষ্ট্রেও, ঘোষণা পওয়ারের
এদিকে দ্রুত আবাস যোজনা নিয়ে ফের সমীক্ষা করা হবে রাজ্যে। জেলাশাসকদের বৈঠকে বললেন রাজ্যের পঞ্চায়েত সচিব। ২০২৩-এ যে সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষা ফের করতে হবে। কীভাবে সমীক্ষা করতে হবে, তার এসওপি খুব তাড়াতাড়ি দেওয়া হবে। প্রসঙ্গত আবাস যোজনার টাকা রাজ্য নিজেই দেবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আবাস যোজনার জন্য সমীক্ষা করবে রাজ্য।