কলকাতা: ফের হানা দেবে সাইক্লোন! দানা’র পর আরও একবার সাইক্লোন তৈরি হওয়ার সম্ভবনা বঙ্গোপসাগরে! আইএমডি (IMD) সূত্রে খবর, একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হচ্ছে। ৫ নভেম্বর সেটি তৈরি হওয়ার সম্ভবনা। ধীরে ধীরে পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে যাচ্ছে যা তামিলনাড়ুর দিকে চলে যাবে। খুব বেশি ঘনীভূত হওয়ার সম্ভবনা নেই।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মুখ খোলা নিয়ে তৃণমূলে কাউন্সিলর-বিধায়ক কাজিয়া
সূত্র বলছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের তামিলনাড়ুর উপকূলে কেমোরিন এলাকায় নভেম্বর ১ থেকে ৭-র মধ্যে শুরু হবে সাইক্লোনিক সার্কুলেশন। তবে সমীক্ষা বলছে আপাতত এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নেই। পাশাপাশি আইএমডি-র জারি করা নর্থ ইন্ডিয়ান ওশান এক্সটেনডেড রেঞ্জ আউটলুক ফর সাইক্লোজেনেসিস এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরির কথা জানাচ্ছে না।
দেখুন আরও খবর: