কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিধিলি (Cyclone Midhili)। হাওয়া অফিস জানিয়েছে, গত ছ’ঘণ্টায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ২০ কিলোমিটার বেগে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরেছে গভীর নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে (Cyclone)। ঘণ্টায় ঘণ্টায় শক্তি বাড়িয়ে সেটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে সরে যাচ্ছে বলে জানিয়েছেন আবহবিদরা (Weather Updates)।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার হিসাবে মিধিলি বর্তমানে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিমি পূর্বে, দিঘা থেকে ২০০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টায় আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে মিধিলি। এর পর শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে ৮০ কিলোমিটার গতিবেগে সেটি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। আলিপুর বলছে, ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়ায়। এছাড়া, শুক্রবার রাত পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর।
আরও পড়ুন: দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের মাঝেই আবহাওয়ার বড় আপডেট
হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতার আকাশ মেঘলাই থাকবে সারাদিন। মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।