কলকাতা: বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজির দেগঙ্গার তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর। বৃহস্পতিবার সকালে তাঁরা সিজিও কমপ্লেক্সে যান। বুধবার রেশন দুর্নীতি মামলায় তাঁদেরকে তলব করে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা ইডি। সেইমতো বৃহস্পতিবার সকালে নথি হাতে ইডি দফতরে আসেন আনিসুর ও তাঁর ভাই আলিফ। রেশন দুর্নীতি মামলার তদন্তে একাধিক বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।
প্রশঙ্গত, রেশন দুর্নীতি নিয়ে গত কয়েক দিন ধরে তল্লাশি চালাচ্ছে ইডি। এই মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে তলব করে ইডি। একই সঙ্গে রেশন মামলায় ধৃত বাকিবুর রহমানের আত্মীয় আলিফ নুর ওরফে মুকুল রহমান এবং দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুরকেও সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি।
আরও পড়ুন: পড়শির দেহ সৎকারে গিয়ে কোপাই নদীতে ডুবে মৃত্যু বিশ্বভারতীর ছাত্রের
ইডির দফতরে ঢোকার সময় সাংবাদিকেরা আনিসুরকে প্রশ্ন করেন কী কী চাওয়া হয়েছে। তখন তিনি জানান, কিছু নথি চাওয়া হয়েছে। এই মামলায় আদৌ কি যোগ ছিল? এই প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কোনও ব্য়বসার মধ্যে ছিলাম না। আমি রাজনীতি করি। রাজনীতি বুঝি।
মঙ্গলবার ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান নামে ইডি। জ্য়োতিপ্রিয় ঘনিষ্ঠ বারিকের নিউটাউনের বাড়ি সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকলে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। তালিকায় ছিল দেগঙ্গায় মুকুলের বাড়ি এবং চালকল। পাশাপাশি বারিকের রাজারহাটের ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি। তাঁর ফ্ল্যাটে মঙ্গলবার ৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। রাতে বারিকের ফ্ল্যাট ছাড়ার সময় প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান তাঁরা।
দেখুন আরও অন্যান্য খবর: