কলকাতা: শনিবার ও রবিবার শিয়ালদহ ডিভিশনে কোনও ট্রেন বাতিল হচ্ছে না বলে জানিয়ে দিল রেল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন বাতিলের খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসে রেল। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ট্রেন বাতিলের কথা রটে গিয়েছিল। কিন্তু ২০ এবং ২১ জুলাই কোনও ট্রেন বাতিল হচ্ছে না শিয়ালদহ ডিভিশনে।
শুক্রবার দুপুরে পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, লাইন মেরামতি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য আগামী শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ ডিভিশনে। সেই তালিকায় ছিল নৈহাটি-ব্যান্ডেল, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল।
আরও পড়ুন: যোগীর ভুলেই কি ভাঙবে NDA? বিরাট খবর
গতকাল ট্রেন বাতিলের খবর চাউর হতেই তৃণমূলের তরফে রেলের বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করা হয়। কারণ, রবিবার প্রতি বছরের মতো এ বছরও ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ কর্মসূচি রয়েছে। সেই উপলক্ষে বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মীরা আসবেন কলকাতায়। এরই মাঝে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিরোধিতা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
দেখুন আরও অন্যান্য খবর: