কলকাতা: বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। এবার ওই মামলাতেই মূল অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন শুধু সময়ের অপেক্ষা বলে জল্পনা। এরই মাঝে আসরে ঝাপাল ইডি। রাজ্যের হাত থেকে রেশন মামলার তদন্ত হাতে পেতে প্রায় আট মাস আগে মামলা করেছিল ইডি। কিন্তু ইতিমধ্যে মামলা তিন বিচারপতির ঘর ঘুরে গেলেও শুনানি শেষ হয়নি। শুধু রাজ্যের হাতে থাকা তদন্তে স্থগিতাদেশ দিয়ে রেখেছে হাইকোর্ট।
শুক্রবার ইডির আবেদন, মূল মামলা শোনা হোক। না হলে সব অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছে। এরপর এই তদন্তে তাদের কিছু করণীয় থাকবে না। এর প্রেক্ষিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ বলেন, আপাতত রাজ্যের হাতে থাকা মামলার তদন্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত পুলিশ করতে পারবে না বলে সময় বাড়িয়েছেন। মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর।
আরও পড়ুন: প্রাণহানি ঘটলে দায় নিত কে, স্পিড বোট দুর্ঘটনায় প্রশ্ন কাজলের