কলকাতা: রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) বিস্ফোরক তথ্য ইডির (ED) হাতে। রেশন দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তাঁর ভাই আলিফ নুর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mallick) দফায় দফায় কোটি টাকা পাঠিয়েছে বলে তদন্তে এমনটাই জানতে পেরেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, ৪৫ কোটি টাকার বাইরেও ক্যাশ লেনদেন হয়েছে। এই টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌঁছেছে।
ইডি সূত্রে খবর, ধৃতেরা কখনও ৮০ কখনও ৯০ লক্ষ টাকা করে দফায় দফায় কয়েক কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়েছে। তবে কী কারণে কেন এত পরিমাণ টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে, এই প্রশ্নের উত্তরে কার্যত চুপ তারা। আনিসুর এবং তাঁর ভাই আলিফকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে কোনও সদুত্তর পাচ্ছেন না তদন্তকারীরা। ইডির দাবি, ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে ৫ লক্ষ-র বদলে ৪০ থেকে ৫০ লক্ষ করে টাকা দেওয়া হতো। এই ভুয়ো কৃষকদের অ্যাকাউন্ট, পাশাপাশি এত টাকা, কার নির্দেশে দেওয়া হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: বৃষ্টির জেরে বন্য়ার পরিস্থিতি, জেলাশাসকদের ছুটি বাতিলের নির্দেশ মুখ্যসচিবের
বৃহস্পতিবার দিনভর জেরার পর মধ্যরাতে গ্রেফতার করা হয় দুইজনকে। শুক্রবার কোর্টে হাজির করানো হয় তাদের। রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডির প্রথম মাইলেজ ছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার। এর ইডির হাতে গ্রেফতার হয় মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমান। এবার বাকিবুর ঘনিষ্ঠ আনিসুর রহমান ও আলিফ নুরকেও গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে দুইজনকে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে আসেন আনিসুর এবং আলিফ। তাঁদের সঙ্গে ছিল বেশ কিছু নথিপত্র। তাদের ১৪ ঘণ্টার জেরা পর গভীর রাতেই গ্রেফতার হয় তারা।
দেখুন আরও অন্যান্য খবর: