উত্তর দিনাজপুর : ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের (Teacher) শায়েস্তা করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে শিক্ষা দফতর । বায়োমেট্রিক সিস্টেম (Biometric Unlock) চালু হতে চলেছে শিক্ষা দফতরের পক্ষ থেকে। পুজোর ছুটির পরই শিক্ষকদের জন্য বায়োমেট্রিক সিস্টেম চালু করার কথা জানালো শিক্ষা দফতর।
অনেক সরকারি স্কুলের শিক্ষকই স্কুলে আসা নিয়ে ফাঁকিবাজি করেন।সময়ের পড়ে স্কুলে প্রবেশ করেন, আবার সময়ের আগে স্কুল থেকে বেড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে বহুবছর ধরে। সেই সব শিক্ষকদের ধরতে এবার উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দফতর থেকে নেওয়া হল পদক্ষেপ।
আরও পড়ুন : অন্ধকার মহাকাশ থেকে ভেসে এল বার্তা! চমকে উঠলেন বিজ্ঞানীরা, কি এমন ঘটল?
সূত্রের খবর, দীর্ঘ পুজোর ছুটির পর খুলতে চলেছে স্কুল। আর তারপরই ‘ফাঁকিবাজ’ শিক্ষকদের উদ্দেশ্যে চালু করা হবে বায়োমেট্রিক সিস্টেম (Biometric System) । একটি বিশেষ অ্যাপ বায়োমেট্রিক (Biometric) নেওয়ার উদ্দেশ্যে চালু করা হবে, যা শিক্ষকদের নিজেদের ফোনে বাধ্যতামূলকভাবে ইনস্টল করতে হবেই।
জেলা স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন রকমের অভিযোগ জমা পড়েছে শিক্ষা দফতরে। যেমন, শিক্ষা কেন্দ্রে দেড়িতে আসা, তাড়াতাড়ি বেড়িয়ে যাওয়া। প্রশাসনিক কাজের অছিলায় স্কুল টাইমে অন্যত্র যাওয়ার মতো হাজারও অভিযোগ রয়েছে শিক্ষকদের বিরুদ্ধে। আবার একাংশ শিক্ষক অনিয়মিতভাবে স্কুলে আসেন বলে অভিযোগ। যার জেরে সরকারি স্কুলের পঠনপাঠন নিয়ে বিভিন্ন মহলের পক্ষ থেকে উঠছে প্রশ্ন।
তবে কেমন হতে চলেছে শিক্ষকদের এটেনডেন্স নিতে চলা নয়া অ্যাপ?
জানা যাচ্ছে, নয়া অ্যাপে থাকতে চলেছে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলকের মতো বায়োমেট্রিক সিস্টেম। যার মাধ্যমে লগ ইন করে হাজিরা দিতে হবে শিক্ষকদের। অ্যাপের সঙ্গে থাকছে জিপিএসও। যার দ্বারা শিক্ষকদের লোকেশন ট্রাক করা যাবে। অর্থাৎ শিক্ষকরা স্কুল টাইমে স্কুলের পরিবর্তে অন্য কোথাও গেলে সেটাও প্রশাসনের নজরে থাকবে। যার জেরে মনে করা হচ্ছে শিক্ষকদের ফাঁকিবাজির দিন শেষ হতে চলেছে।
জেলা শিক্ষা দফতরের এমন উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষক সংগঠনগুলির মধ্যে শুরু হয়েছে শোরগোল। তবে শিক্ষকদের একাংশ সরকারি স্কুলে শিক্ষার মান সঠিক রাখার জন্য প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
দেখুন আরও খবর: