কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ঘটনায় নাম জড়িয়েছে জনৈক ইন্টার্ন শুভদীপ সিনহা মহাপাত্রের। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে দাবি চলছে, ওই ইন্টার্ন মন্ত্রীর পুত্র। কিন্তু এই তথ্য এক ভিডিওর মাধ্যমে খারিজ করেছেন শুভদীপের ‘আসল’ পিতা।
ভিডিওতে ওই ব্যক্তি বলেন, আমি প্রবীর সিনহা মহাপাত্র, বাঁকুড়ার সারেঙ্গা থানা এলাকার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। আমার ছেলে শুভদীপ সিনহা মহাপাত্র আরজি কর মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপ করছে। আরজি কর মেডিক্যাল কলেজে যে নিন্দনীয় নারকীয় ঘটনা ঘটেছে তাতে আমার পুত্র শুভদীপ সিনহা মহাপাত্রের নামে যে ‘ফেক’ খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে সে দেশের মন্ত্রী সৌমেন মহাপাত্রের ছেলে তা সম্পূর্ণ মিথ্যে।
আরও পড়ুন: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৩
প্রবীর সিনহা মহাপাত্র নামে পরিচয় দেওয়া ওই ব্যক্তি আরও বলেন, আমি বা আমার পরিবার ওই ব্যক্তিকে (সৌমেন মহাপাত্র) চিনি না, তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই। এ ধরনের মিথ্যা প্রচার থেকে বিরত থাকুন। আমি এ ব্যাপারে এই অপপ্রচারের বিরুদ্ধে টালা থানায় এফআইআর দায়ের করেছি।
প্রসঙ্গত, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের নারকীয় ঘটনায় নানা তত্ত্ব সামনে আসছে। তবে তার সত্যতা প্রমাণের আগেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়াচ্ছে। তেমনই এক গুজব এই শুভদীপকে নিয়েই।