কলকাতা: ভয়াবহ অগ্নিকাণ্ড দমদমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর রাতে দমদম নাগেরবাজারের মল রোডের একটি গেঞ্জি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। দমকল সূত্রে খবর, যে কারখানাটিতে আগুন লেগেছে, সেখানে কোনও কর্মী আটকে নেই। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
দমকল সূত্রে খবর, ওই কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের হিমশিম খেতে হয়। এর জেরে দমকল কর্মীরা আপাতত জানলার বাইরে থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এর মধ্যে কীভাবে আগুন লাগল, সেই বিষয়টিও জানা যায়নি। তবে, দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগে থাকতে পারে।
আরও পড়ুন: সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি, তবে কি বর্ষা ঢুকল বঙ্গে?