কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন। ডিন অফ স্টুডেন্টস সহ ১১ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য দিকে, ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে শুক্রবার কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা। বিচারবিভাগীয় তদন্ত-সহ একাধিক দাবি তুলেছেন তাঁরা। জানিয়েছেন, এই দাবি না মেটা পর্যন্ত চলবে কর্মবিরতি। যত ক্ষণ কর্মবিরতি চলবে, তত ক্ষণ হাসপাতালের জরুরি বিভাগেই শুধু মিলবে পরিষেবা। খবর পেয়ে শুক্রবার দুপুরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
শুক্রবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের ইমার্জেন্সি বিল্ডিংয়ের চার তলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
আরও পড়ুন: তরুণী চিকিৎসকের মৃত্যুতে কর্ম বিরতির ডাক জুনিয়র ডাক্তারদের
হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ট জানিয়েছেন, ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত হবে। ময়নাতদন্ত হবে। তার ভিডিওগ্রাফি করা হবে। আমরাও চাই, সত্যি সামনে আসুক।
দেখুন আরও অন্যান্য খবর: