কলকাতা: শনিবারও সিবিআই দফতরে হাজিরা দিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই নিয়ে টানা ৯ দিন হাজিরা দিলেন তিনি। গত শুক্রবার থেকে প্রতি দিনই সন্দীপ সকালে সিজিওতে যাচ্ছেন, রাতে বাড়ি ফিরছেন। শুক্রবার আরজি কর হাসপাতালের আর্থিক অনিয়মের তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাই কোর্ট।
এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সিজিওতে এসে পৌঁছন সন্দীপ। তার কিছু পরে সিবিআই কর্তারাও দফতরে ঢোকেন। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা কী ছিল, তা জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা।
আরও পড়ুন: ফের গোষ্ঠীদ্বন্দ্ব, সমবায় নির্বাচনে প্রার্থী পেল না তৃণমূল
গতকাল আরজি করের আউট পোস্টের পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ঘটনার দিন রাতে আরজি কর হাসপাতালের আউট পোস্টে যে সব পুলিশকর্মীরা ডিউটিরত ছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।এর আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে। আজ নিয়ে টানা ন’দিন দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সন্দীপের বয়ান রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকেরা। এরপর পলিগ্রাফ টেস্টে তাঁর জবানবন্দী নথিভুক্ত করে তা মিলিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।
দেখুন আরও অন্যান্য খবর: