কলকাতা: শনিবার সকালে ফের সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার বিকেলে তাঁকে সল্টলেক সিটি সেন্টারের সামনে তাঁর গাড়ি থামিয়ে সিবিআই দফতরে নিয়ে আসা হয়। সিবিআই সূত্রে খবর, গভীর রাত পর্যন্ত সন্দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সূত্রে খবর, গভীর রাতে বাড়ি ফেরেন সন্দীপ। তারপর শনিবার ফের তাঁকে তলব করা হয়। সকালেই সিজিও কমপ্লেক্সের পিছনের গেট দিয়ে তিনি এসে পৌঁছন।
সিজিওতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সন্দীপ বলেন, দয়া করে আমাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রচার করবেন না। আমি তদন্তে সহযোগিতা করব। এদিন সিজিও প্রবেশের সময় তাঁর হাতে একটি ফাইলে বেশকিছু নথি নিয়ে ঢুকতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: আরজিকর কাণ্ডে ভরসা নেই সিবিআইয়ের প্রতি, মন্তব্য কাজলের
শুক্রবার বিকেল ৩টের পর সিবিআইয়ের গাড়িতে চেপে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন সন্দীপ। সূত্রের খবর, তাঁকে রাস্তা থেকে গাড়িতে তোলে সিবিআই। সন্দীপকে আগেই তলব করা হয়েছিল। শুক্রবারই আদালতে সন্দীপের আইনজীবী দাবি করেছিলেন, সিবিআই তলবে হাজিরা দিতে চান সন্দীপ। কিন্তু তিনি নিরাপত্তা নিয়ে চিন্তিত। এর পর সিবিআই গাড়িতে করে তাঁকে দফতরে নিয়ে যায়।
দেখুন আরও অন্যান্য খবর: