কলকাতা: কড়া নিরাপত্তার মধ্যে প্রেসিডেন্সি জেলে ফেরান হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)-কে । রেশন দুর্নীতিতে ২৬ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। রেশন দুর্নীতি মামলার (Ration Scam) তদন্তে নেমে বালুর বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এরপর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন বর্তমান বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী। প্রথম যেদিন ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত, সেদিনই কোর্টরুমে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন জ্যোতিপ্রিয়। এরপর প্রথমে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এসএসকেএম ভর্তি করা হয় তাঁকে। গত নভেম্বরের শেষের দিকে জেলে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর থেকেই এসএসকেএমে ভর্তি ছিলেন।
আরও পড়ুন: ইন্ডিয়া জোট দ্রুত ভাঙবে, দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের
অবশেষে এসএসকেএম (SSKM) থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে ফিরলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ বালুকে ফেরানো হয় জেলে। সূত্রের খবর, জেলে ফিরতেই আরও বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে বনমন্ত্রীর উপরে। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে মন্ত্রীর নিরাপত্তাও। বেড়েছে সিসি ক্যামেরাও।
আরও খবর দেখুন