কলকাতা: পুজোর আগে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃহস্পতিবারও সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত। যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বৃষ্টি বঙ্গে চলছে বৃষ্টি।
এদিন কলকাতায় সকাল ও দুপুরে বৃষ্টির পরিমাণ বেশি থাকলেও বেলার দিকে বৃষ্টি কমতে পারে। তবে জারি থাকবে মেঘলা আকাশ। বৃষ্টিতে তাপমাত্রা অনেকটা নিম্নমুখী। কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। শুক্রবার আংশিক মেঘলা আকাশসহ বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ‘ইন ক্যামেরা’ শুনানির আবেদন CBI-র
এদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বেশকিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি বর্ষণের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং সহ পার্বত্য এলাকায়। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দার্জিলিং এবং কালিম্পং সহ ২ পার্বত্য জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহারে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।
দেখুন আরও অন্যান্য খবর: