কলকাতা: আগামী ২ ঘণ্টার মধ্যে আছড়ে পড়তে চলেছে ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর জানিয়েছে, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, দুই মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে (South Bengal) সোমবার থেকে বৃষ্টি বাড়ার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত মেঘলাই থাকবে সোমবার থেকে বৃহষ্পতিবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় (Weather Update)।
আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, এগোচ্ছে উত্তর দিকে
নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টি (Rain) বাড়বে সোমবার থেকে। বাতাসে জলীয় বাষ্প থাকায় উত্তরের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তিও হবে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী শুক্রবার পর্যন্ত।