skip to content
Friday, October 4, 2024

skip to content
HomeScrollপুজোর আগে ফের নিম্মচাপ, শুক্রবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে!
Weather Updates

পুজোর আগে ফের নিম্মচাপ, শুক্রবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে!

Follow Us :

কলকাতা: পুজোর আগে ফের নিম্মচাপের ভ্রুকুটি। বুধবার মহালয়ার সকালে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এবার ফের নিম্মচাপের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া অপিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে। এই ঘুনাবর্ত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে। এর প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। যার ফলে শুক্রবার নিম্নচাপ তৈরির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। শনিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শনিবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: মহালয়াতে ডাক্তারদের মহামিছিল

হাওয়া অফিস জানিয়েছে, পাশাপাশি কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর।

এদিকে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

RELATED ARTICLES

Most Popular