কলকাতা: শ্যামবাজারে বিজেপির ধরনায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার থেকে টানা পাঁচ দিন এই কর্মসূচি করতে পারবে তারা। কর্মসূচির দৈনিক সময়ও স্থির করে দিয়েছে আদালত। ওই পাঁচ দিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ধরনা কর্মসূচি চালানো যাবে। মঙ্গলবার এ কথা জানিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। এর আগে শ্যামবাজারে ধরনা কর্মসূচির অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিল বিজেপি। পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। তার পরেই হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের বিরোধী দল।
এদিন আদালত জানিয়েছে, ধরনা মঞ্চে মোট ৩০০ জন থাকতে পারবেন। জনজীবন যাতে ব্যাহত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে। শব্দ বিধি মেনে করতে হবে ধরনা। ১৬ ফুট/২৪ ফুটের স্টেজ করতে পারবে বলে নির্দেশ দেন বিচারপতি রাজশি ভরদ্বাজের।
আরও পড়ুন: এবার সন্দীপ ঘোষকে তলব লালবাজারের
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে ধারাবাহিক ভাবে পথে নামার কথা রবিবার ঘোষণা করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আগামী বৃহস্পতিবার স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাকও দিয়েছেন তাঁরা। বিজেপির আবেদন ছিল ৬ দিনের ধরনা। সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। রাজ্য চেয়েছিল ৬ দিনের জায়গায় একদিন করা হোক ধরনা। এরপরই আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির।
দেখুন আরও অন্যান্য খবর: