কলকাতা: বন্ধ করা হল হাওড়া ব্রিজ। হাওড়া সেতুর আপ-ডাউন দুটি লাইনেই বন্ধ করা হয়েছে। নবান্নে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১১টা নাগাদ রাজ্যের প্রধান সচিবালয় নবান্নে পৌঁছন তিনি। মঙ্গলবারের নবান্ন অভিযানের জন্য আঁটসাঁট নিরাপত্তা পুলিশের। হাওড়া স্টেশনে প্রায় অমিল বাস। চলছে হাতেগোনা কয়েকটি সরকারি এবং বেসরকারি বাস। হাওড়া সেতুর উভয়মুখী রাস্তার দুপাশে দাঁড়িয়ে পুলিশের ভ্যান। এই অবস্থায় বৃষ্টি মাথায় নিয়েই হাওড়়া সেতু ধরে হাঁটছেন অনেক।
নবান্ন অভিযানের আগে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দেখতে সাঁতরাগাছিতে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রাজীব কুমারের সঙ্গে রয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকেরাও। সাঁতরাগাছিতে ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে। সরকারি গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: নবান্ন যেন দুর্গ! নিরাপত্তায় মোতায়েন লাঠিধারী পুলিশে-ব়্যাফ