কলকাতা: মঙ্গলবার নবান্ন অভিযানের শুরুতেই সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। মিছিল আটকাতে ময়দানে নামেন হওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। এক বিক্ষাভকারীকে চড়ও মারেন তিনি।
এদিকে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ জমায়েত। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জলকামান চালায় পুলিশ। ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাসও। পুলিশের ত্রিমুখী আক্রমণে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা।
আরও পড়ুন: নবান্ন অভিযানের শুরুতেই সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা
বিক্ষোভকারীদের ছোড়া ইটে সাঁতরাগাছিতে মাথা ফাটে একজন র্যাফের। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সাঁতরাগাছিতে। এদিকে সাঁতরাগাছি স্টেশনে থমকে গিয়েছে ট্রেন চলাচল। ব্যারিকেডের উপরে উঠে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। মিছিল এবং জমায়েত থেকেও স্লোগান উঠছে, দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। বিক্ষোভকারীদের অনেকের হাতে থাকা কালো পোস্টারেও রয়েছে এই স্লোগান। কারও কারও হাতে রয়েছে জাতীয় পতাকা। বিক্ষোভকারীদের বক্তব্য, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তাঁরা নবান্নে যেতে চান। কিন্তু পুলিশ তাদের বাধা দিচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: