কলকাতা: আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবেন। ইতিমধ্যেই অনলাইনে ফলাফল জানার সময় পিছিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বেলা সাড়ে ১১টার বদলে ১২টা থেকে ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। শুক্রবার ফল প্রকাশিত হলেও পড়ুয়ারা মার্কশিট হাতে পাবেন ২০ জুন।
wbresults.nic.in এই ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। ফল ঘোষণা হলেই এই ওয়েবসাইটের হোম পেজে লিংক দেওয়া থাকবে। সেই লিংকে গিয়ে ক্লিক করে রোল নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।
পরীক্ষার্থীরা এবার রেজাল্ট দেখতে পারবেন কলকাতা টিভি ডিজিটালে। kolkatatv.org পেজে এক ক্লিকেই ছাত্র-ছাত্রীরা জানতে পারবেন তাঁদের প্রাপ্ত নম্বর। এই পেজে এসে রোল নম্বর দিয়ে সার্চ করলেই মিলবে রেজাল্ট।
করোনার কারণে গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। পরিস্থিতি সামান্য স্বাভাবিক হতেই চলতি বছর ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। করোনার কথা মাথায় রেখে এবছরই প্রথম হোম সেন্টারে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। এই বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লাখ ৪৫ হাজার।
আরও পড়ুন: WB Assembly: আজ থেকে শুরু রাজ্য বিধানসভার বাদল অধিবেশন, পেশ হবে বিশ্ববিদ্যালয়ের আচার্য-বিল