কলকাতা : স্ত্রীকে কটূক্তি করছিলেন কিছু যুবক, আর তার প্রতিবাদ করায় আক্রন্ত হতে হল স্বামীকে। স্ত্রীর কটূক্তির প্রতিবাদ করায় মত্ত যুবকদের হাতে আক্রন্ত হতে হয় স্বামীকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লেকটাউনে (Laketown) । ইতিমধ্যেই ঘটনায় লেকটাউন পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
আরও পড়ুন: চাঁদের বাড়ি তৈরি করছেন ইলন মাস্ক! অনায়াসে কাটানো যাবে কয়েকদিন
গতকাল বিভিন্ন জায়গায় চলছিল কালীপুজোর (Diwali) প্রতিমা নিরঞ্জন পালা। লেকটাউনে (Laketown) বিসর্জন ঘাটের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। হঠাৎই কয়েকজন মত্ত যুবক মহিলাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় মন্তব্য করে এবং বিভিন্ন আকার-ইঙ্গিত করে। ঘটনার তীব্র প্রতিবাদ করেন মহিলার স্বামী। এবং প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় তার স্বামীকে। শুধু তাই নয়, স্বামীকে মত্ত যুবকদের হাত থেকে বাঁচাতে গেলে মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে মত্ত যুবকদের বিরুদ্ধে। ঘটনায় মহিলা চিৎকার করলে ঘটনাস্থলে ছুটে আসে লেকটাউন থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই হাতেনাতে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ।
দেখুন আরও খবর: