কলকাতা: উপ নির্বাচনে (By Election) তৃণমূলের (TMC) জয় জয়কার । পশ্চিমবঙ্গের (West Bengal) পাঁচ রাজ্যের ছ’টি আসনে উপনির্বাচন হয়েছে গত ১৩ নভেম্বর। তার মধ্যে ছিল কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংড়া এবং উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি। সর্বত্রই আজ সবুজ ঝড়। আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এই ইস্যুতে কিছুটা হলেও ঘাসফুল শিবিরকে কোণঠাসা করা যাবে বলে মনে করেছিল গেরুয়া শিবির। কিন্তু সব কিছুকে ভুল প্রমাণ করে দিয়ে নিজেদের অস্তিত্ব ধরে রাখল তৃণমূল।
এই জয়ে উচ্ছ্বসিত তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Trinamool All India General Secretary Abhishek Banerjee) । এই জয়ের আনন্দে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বাংলার মানুষকে। আপনাদের আর্শীবাদ আমাদের আগামীর পথ চলাকে আরও মসৃণ করবে।”
আরও পড়ুন: সোমবারেই তৃণমূলের বড় রদ বদল? বৈঠক ডাকলেন মমতা
নাম না করে বিজেপিকে ‘জমিদার’ বলে কটাক্ষ করেছেন তিনি। আর নিজেদের অর্থাৎ মা-মাটি-মানুষের দলকে ‘পাহারাদার’ হিসাবেই ব্যাখ্যা করেছেন। অভিষেক লিখেছেন আমি জমিদার নই, আমি পাহারাদার। এইভাবেই মানুষের পাশে থাকতে চাই। অভিষেকের পাশাপাশি এই জয়কে বরণ করে নিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, আমরা মানুষের প্রতি কৃতজ্ঞ। নতমস্তকে প্রণাম জানাই। আমাদের দায়বদ্ধতা আরও বাড়ল। আমরা আরও বেশি করে বাংলার মানুষের পাশে থাকব। উন্নয়নে বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাব’।
অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘উপনির্বাচনে ফলাফল নিয়ে যাই রেজাল্ট আসুক, এত তাড়াতাড়ি মন্তব্য ঠিক নয়। উপনির্বাচনে যেমন ফলাফল হয় তেমনি হচ্ছে। তবে ২০২৬-এ বাংলায় ক্ষমতায় আমরাই আসব। উদাহরণস্বরূপ একটা কথা বলি। কালিয়াগঞ্জ উপনির্বাচন যদি দেখেন, ২০১৯-এ লোকসভা জেতার পর, উপনির্বাচনে ওখানে হেরে গিয়েছিলাম। অথচ সেই কালিয়াগঞ্জে ২০২১ এর নির্বাচনে বিপুল ভোটে জিতেছি। ২০২৪-এ লোকসভা নির্বাচনে জিতেছি, ২০২৬-এ বিধানসভা নির্বাচনেও জিতব। উপ নির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে ফারাক থাকে।‘
এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘একুশের পর থেকে পার্টির ডাউনফল শুরু হয়েছে। রেজাল্ট ভালো হচ্ছে না। এই যে ঘটনাগুলো ঘটছে, আমাদের দল সেই ইস্যুগুলিকে নিতে পারছে না’।
দেখুন অন্য খবর: