skip to content
Thursday, May 1, 2025
HomeScrollকর্তৃপক্ষের নির্দেশিকা উপেক্ষা করে রামনবমী উপলক্ষে সাজো সাজো রব যাদবপুরে
Jadavpur University

কর্তৃপক্ষের নির্দেশিকা উপেক্ষা করে রামনবমী উপলক্ষে সাজো সাজো রব যাদবপুরে

এবিভিপির পক্ষ চলছে রামনবমী পালনের প্রস্তুতি

Follow Us :

ওয়েব ডেস্ক: এবছর কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)পালন করা হবে রামনবমী? এই প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই সব জল্পনাকে উপেক্ষা করে রবিবার, রামনবমীর ( Ram Navami) দিন সকাল থেকেই সাজো সাজো রব যাদবপুর ক্যাম্পাস জুড়ে।

রবিবাসরীয় সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর এবিভিপির (ABVP) তরফ থেকে রামনবমী পালনের প্রস্তুতি।

কিন্তু রামনবমী ক্যাম্পাসে পালন করা হবে কিনা এই নিয়ে গতকাল পর্যন্ত দেখা দিয়েছিল অনিশ্চয়তা।

আরও পড়ুন: রামনবমী উপলক্ষে কড়া নজরদারি পুলিশের, আইন ভাঙলেই কড়া পদক্ষেপ!

কারণ রামনবমী উৎসবকে কেন্দ্র করে দীর্ঘ আলোচনা হতে দেখা গেছে যাদবপুর জুড়ে। কিছুদিন আগে একদল পড়ুয়া কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন, যাতে এবছর তাঁদের ক্যাম্পাসের ভিতর রামনবমী পালন করার অনুমতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২৮ মার্চ ছাত্রছাত্রীদের তরফ থেকে ক্যাম্পাসের ভিতর রামনবমী উদযাপনের আবেদন করা হয়। সেই আবেদনপত্রে ছাত্র ছাত্রীরা জানিয়েছিলেন ৬ এপ্রিল, অর্থাৎ রবিবার বেলা ১১ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে রামনবমী পালন করতে চায় তাঁরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মানা হয়নি সেই আবেদন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় এই ধরনের কোনও অনুষ্ঠান পালনের অনুমতি দেওয়া হবেনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

কিন্তু সেই নির্দেশকে একপ্রকার উপেক্ষা করে রামনবমীর সকাল থেকেই সাজো সাজো রব গোটা যাদবপুর ক্যাম্পাস জুড়ে। জোর কদমে শুরু হয়েছে রামনবমী উদযাপনের প্রস্তুতি।

দেখুন অন্য খবর

 

RELATED ARTICLES

Most Popular