কলকাতা: ডিসেম্বরের দ্বিতীয়য় সপ্তাহে রাজ্যে জমিয়ে ব্যাটিং করছে শীত (Winter Kolkata)। ঠাণ্ডায় যবুথবু রাজ্যবাসী। শীতের মাঝে বাধ সাধতে পারে নিম্নচাপ। বঙ্গোপসাগরের তৈরি হতে পারে নিম্নচাপ। হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়বে, কমবে ঠান্ডা।
আলিপুর আবহাওয়ার দফতর জানিয়েছে, নিম্নচাপ তৈরি হলে তার মুখ থাকবে তামিলনাডু উপকূলের দিকে। তবে রাজ্যে এই মুহূর্তে বৃষ্টির কোনও নেই। আপাতত রাজ্যে শৈত্য প্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। পশ্চিমের সাত জেলায় জাঁকিয়ে শীত পড়বে। ভোরের দিকে তাপমাত্রা যেমন নীচের দিকে থাকবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়লেও রাতের দিকে আবারও তাপমাত্রা নিম্নমুখী হবে। নিম্নচাপের অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে। আবহাওয়াবিদরা বলেছেন, অভিমুখ তামিলনাড়ু হলেও শীতে বাধা হবে নিম্নচাপ। জলীয় বাষ্প ঢুকবে, দাপট কমবে উত্তুরে হাওয়া। সে কারণে ২৪ ঘণ্টা পর থেকে আর নেই শৈত্যপ্রবাহের সতর্কতা। তবে এখনই বৃষ্টির পূর্বাভাসও নেই বাংলায়।
আরও পড়ুন: তন্ময় ভট্টাচার্যের সাসপেন্স প্রত্যাহার
হাওয়া অফিস সূত্রের খবর, শৈতপ্রবাহ চলবে পশ্চিমের জেলাগুলিতে। শৈতপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায়। সোমবার থেকে অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে বাড়তে পারে তাপমাত্রা। উত্তরবঙ্গও ঘন কুয়াশার চাদরে ঢাকবে বলে জানা যাচ্ছে। কমে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা।
অন্য খবর দেখুন